হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেইনে আক্রমণের পর এবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ফিফা। রাশিয়ার মাটিতে আপাতত হবে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতেও কোন ম্যাচ খেললে নিজেদের পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়াই খেলতে হবে রাশিয়াকে। রোববার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা ফিফা এক সংবাদ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল রাশিয়ার। পোল্যান্ডের বিপক্ষে জিতলে ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হওয়ার কথা রাশিয়ার। কিন্তু তার আগেই এই নিষেধাজ্ঞা পেল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোম ম্যাচগুলো বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়।
ফিফা গত বৃহস্পতিবার জানিয়েছিল, তারা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাছাইপর্বের বিষয়ে আপডেট যথাসময়ে জানানো হবে। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে রাশিয়ার ‘হোম ম্যাচে’ স্টেডিয়ামে দর্শকও থাকবে না।
আগামী জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপে সুইডেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে রাশিয়া।
ফিফার এদিনের সিদ্ধান্ত আপাত রাশিয়ান ফুটবলের কিছুটা পক্ষে গেলেও আগামীতে নতুন শাস্তি যোগ হওয়ার শঙ্কা আছে। সংস্থাটি তাদের বিবৃতিতে আরও বলেছে, রাশিয়াকে বিভিন্ন প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা উচিত কি-না, তা নিয়ে অন্যান্য ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা করবে তারা। এর আগে রোববার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও ঘোষণা দেয়, রাশিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ তারা খেলবে না।