হাওর বার্তা ডেস্কঃ দারুণ উজ্জীবিত ফুটবলই খেললো বার্সোলোনা। আলো ঝলমলে পারফরম্যান্সে ইতালিয়ান ক্লাব নাপোলিকে উড়িয়ে দিয়ে জাভি হার্নান্দেজের দল নাম লেখালো ইউরোপা লিগের শেষ ষোলোতে।
দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি।
প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। বিরতির পর করে আরও এক গোল।
আট মিনিটের মাথায় লিড নেয় জাভির দল। পিয়েরে-এমেরিক অবামায়েংয়ের বাড়ানো বল ধরে নিজেদের অর্ধ থেকে এগিয়ে যান এডামা ত্রাওরে। নাপোলির ডিফেন্ডারদের পাশ কাটিয়ে তিনি বল দেন জর্ডি আলবাকে। দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন আলবা।
পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলটি ছিল আরও সুন্দর। এবার জাল কাঁপান ফ্রেংকি ডি ইয়ং। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে নেওয়া ডাচ মিডফিল্ডারের বাঁকানো শট ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেয় বার্সাকে।
তবে দলটা যেহেতু বার্সা, নাটক একটু হতেই হবে! ২৩ মিনিটে মার্ক আন্দ্রে টার স্টেগানের ভুলে লড়াইয়ে ফেরে নাপোলি। বার্সা গোলরক্ষক সামনে এসে বল আটকাতে গিয়ে ধাক্কা দিয়ে বসেন নাপোলি স্ট্রাইকার ভিক্টর অসিমহেনকে। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি লরেঞ্জো ইনসিনিয়ে।