হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি।
তবে পূর্ণ দর্শক উপস্থিতিতেও হতে পারে ম্যাচ। কারণ ২২ ফেব্রুয়ারির পর আর কোনো বিধিনিষেধ থাকছে না।
যে কারণে টিকিটও বিক্রি করা হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে।
বিপিএলের প্লে-অফ পর্ব থেকে মাঠে দর্শক ফেরানোর কার্যক্রম শুরু হয়। তবে প্রকাশ্যে টিকিট বিক্রি হয়নি।
বিপিএল ফ্রাঞ্চাইজিদের কাছে টিকিট দিয়েছিল বিসিবি, সেখান থেকে সংশ্লিষ্ট দলের ভক্তরা খেলা দেখতে মাঠে এসেছিলেন। ৩ থেকে ৪ হাজার দর্শক বিপিএলের খেলা দেখতে পেরেছিল।
আফগানিস্তান সিরিজে প্রকাশ্যে টিকিটি বিক্রি হবে বলে জিনিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
বিসিবির নির্ধারিত বুথ থেকে টিকিট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে কত পরিমাণ টিকিট ছাড়া হবে সে সংখ্যা উল্লেখ করেনি বিসিবি।
বিসিবি জানিয়েছে, আগামীকাল (মঙ্গলবার) থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাগরিকার বিটাক মোড়ে অবস্থিত বিসিবির বুথ থেকে ছাড়া হবে টিকিট। সকাল ৯টা থেকে শুরু করে ম্যাচের আগ পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। তবে নির্ধারিত টিকিট শেষ হয়ে গেলে বিক্রি বন্ধ হয়ে যাবে।
টিকিটের মূল্য ধরা হয়েছে: রুফটপ – এক হাজার টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ১৫০ টাকা করে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় শুরু হবে ম্যাচ। ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ।