হাওর বার্তা ডেস্কঃ নিয়মিত ক্যাপ্টেন লিওনেল মেসি আগে থেকেই নেই। তারপরও আর্জেন্টিনার জয়রথ চলছেই। বুধবার বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের মাঠে ১-০ গোলে কলম্বিয়াকে হারায় স্বাগতিকরা। খেলার প্রথমার্ধেই এক মাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস।
খেলার শুরুর থেকেই আক্রামণ পাল্টা আক্রমণের চেষ্টা করতে থাকে দুই দল। যদিও কলম্বিয়া তেমন সুবিধা করতে পারছিল না। এরপর আস্তে আস্তে চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। আড়াই বছরের বেশি সময় ধরে অপরাজিত দলটি খেলার ২৯তম মিনিটে এগিয়ে যায়। বাঁ থেকে মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন মার্তিনেস।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে দি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় কলম্বিয়া। মিগুয়েল বোরহার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। সেই সুযোগও কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে আবারও দূর থেকে চেষ্টা করেন দি মারিয়া। শেষ পর্যন্ত এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।