১১ বছরেই চমকে দিলেন বালামপুত্র ফাবিয়ান

হাওর বার্তা ডেস্কঃ দেশের সংগীতাঙ্গনে স্বপ্নের মতো আবির্ভাব ঘটেছিল বালামের। স্বনামে প্রকাশিত প্রথম একক অ্যালবাম দিয়ে সারাদেশের শ্রোতাদের মাতিয়েছিলেন তিনি। এরপর আরও কয়েকটি অ্যালবামে দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। বোন জুলিকে নিয়েও উপহার দিয়েছেন কয়েকটি জনপ্রিয় গান। অনেকদিন ধরে কিছুটা নিভৃতেই আছেন এই গুণী গায়ক, সুরকার ও সংগীত পরিচালক।

বালাম তার সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন খুব অল্প বয়সে। এবার বালামের পথেই হাঁটা শুরু করলেন তার ১১ বছরের পুত্র ফাবিয়ান জাহাঙ্গীর। গত ২৯ জানুয়ারি এই ক্ষুদে বালক প্রকাশ করলেন তার প্রথম গিটার প্লে। যেখানে তিনি বাজিয়েছেন বিশ্ব বিখ্যাত ব্যান্ড ‘ডিপ পার্পল’-এর জনপ্রিয় গান ‘স্মোক অন দ্য ওয়াটার’। আর এটির ভিডিও প্রকাশ করেছেন ইউটিউবে নিজের নামে খোলা চ্যানেল ‘ফাবিয়ান জাহাঙ্গীর অফিসিয়াল’ থেকে। যেখানে দেখা যাচ্ছে মাথায় উইক পরে গিটার বাজাচ্ছেন তিনি।

ফাবিয়ান বলেন, “মাত্র তিন মাস আগে আমি গিটার বাজানো শেখা শুরু করি। ইউটিউব দেখে দেখে এই সময়টাতেই শিখে ফেলি। শুরুতেই আমার পছন্দের ব্যান্ড ‘ডিপ পার্পল’-এর এই গানটি বাজিয়েছি। ভবিষ্যতে আমি জাস্টিন বিবারের মতো ভালো মিউজিক করতে চাই।”ভিডিওর কিছু দৃশ্যে এই লুকটি নিয়েছেন ফাবিয়ান

ফাবিয়ান আরও যোগ করেন, ‘আমি এখনও শিখছি। সুতরাং আমার প্রথম কাজটাকে সবাই সেভাবেই দেখবেন। দয়া করে কেউ আমাকে নিন্দা করবেন না।’

এদিকে ছেলের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত বালাম ও তার স্ত্রী সাগুফতা। বলেন, ‘ফাবিয়ান একটি ইংলিশ মিডিয়াম স্কুলে সবে ক্লাস ফোরে পড়ছে। আগামী ২০ ফেব্রুয়ারি তার বয়স ১১ পূর্ণ হবে। এর আগেই সংগীতাঙ্গনে তার এই আত্মপ্রকাশে আমরা পরিবারের সবাই বেশ আনন্দিত।’

তারা আরও জানান, এরইমধ্যে কি-বোর্ড বাজানোও শিখে ফেলেছেন ফাবিয়ান। আরও কিছু যন্ত্রের প্রতিও তার কৌতূহল রয়েছে। একমাত্র সন্তানের জন্য সবাই কাছে দোয়াও চেয়েছেন এই বাবাা-মা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর