ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাজ না পেয়ে বাড়ির মালিককে গুলি করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে কাজ না পেয়ে রহমত উল্যা (৫৮) নামে এক বাড়ির মালিককে গুলি করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রহমত উল্যা উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যা তার বসতবাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করছেন। ওই ভবনের ইলেকট্রিকের কাজ চেয়েছিলেন স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপারগতা প্রকাশ করেন ঘরের মালিক রহমত উল্যাহ।

এর জের ধরে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিকের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করর প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই আবদুর রব ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কাজ না পেয়ে বাড়ির মালিককে গুলি করেছে

আপডেট টাইম : ০৬:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে কাজ না পেয়ে রহমত উল্যা (৫৮) নামে এক বাড়ির মালিককে গুলি করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রহমত উল্যা উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যা তার বসতবাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করছেন। ওই ভবনের ইলেকট্রিকের কাজ চেয়েছিলেন স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপারগতা প্রকাশ করেন ঘরের মালিক রহমত উল্যাহ।

এর জের ধরে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিকের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করর প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই আবদুর রব ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।