হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জে বিদ্রোহীতে কোণঠাসা হয়ে পড়ে নৌকার প্রার্থীরা। ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আট ইউনিয়নে মাত্র দুটিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হন। এখানে চারটিতে বিদ্রোহী, দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে বুলবুল খান, বাহুবল সদর ইউনিয়নে আজমল হোসেন খান, মিরপুর ইউনিয়নে মো. শামীম, লামাতাশি ইউনিয়নে উস্তার মিয়া তালুকদার, পুটিজুরি ইউনিয়নে মো. মুদ্দত আলী, স্নানঘাট ইউনিয়নে মো. তোফাজ্জল হক রাহিন, ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান বশির ও সাতকাপন ইউনিয়নে আব্দুর রেজ্জাক জয়ী হন।