ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আচমকা প্রেসার কমে গেলে তৎক্ষণাৎ যা করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ১৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাধারণত একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। সেটা ৯০/৬০ বা এর আশপাশে থাকলে লো ব্লাড প্রেসার হিসেবে গণ্য করা হয়। আচমকা প্রেসার লো হলে মাথা ঘোরা, ক্লান্তি বোধ, অজ্ঞান হওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, চোখে ঝাপসা দেখা এবং শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হয়।

তাছাড়া হঠাৎ প্রেসার অতিরিক্ত কমে গেলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। এরকম অবস্থায় মানবদেহে অস্বাভাবিকতা দেখা দেয়। তাই প্রেসার কমে গেলে সঙ্গে সঙ্গে যা যা করতে হবে চলুন তা জেনে নেয়া যাক-

 সর্বপ্রথম প্রেসার মাপুন।

কিসমিস পানিতে ভেজান। দ্রুত সেই পানি পান করুন।

এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ মেশান। চটজলদি ওই লবণ-পানি পান করুন।

এক গ্লাস গাজরের জুসে সামান্য মধু মেশান। সকালে খালি পেটে তা একনাগাড়ে পান করুন।

অবস্থা বেগতিক হলে এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু মেশান। তৎক্ষণাৎ তা পান করুন।

হট চকলেটসহ যেকোনো ক্যাফেইনসমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়ায়। ফলে তা পান করার চেষ্টা করতে পারেন।

দিনে দুবার কফি পান ব্লাড প্রেসার বাড়ায়। সেটি পান করতে পারেন। এক্ষেত্রে তাতে দুধ ও চিনি ব্যবহার করা যাবে না।

রাতে কয়েকটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেটির খোসা ছাড়িয়ে এক গ্লাস দুধের সঙ্গে ব্লেন্ড করুন। পরে তা পান করুন।

সর্বোপরি, প্রেসার কম বা বেশি হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আচমকা প্রেসার কমে গেলে তৎক্ষণাৎ যা করবেন

আপডেট টাইম : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ সাধারণত একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। সেটা ৯০/৬০ বা এর আশপাশে থাকলে লো ব্লাড প্রেসার হিসেবে গণ্য করা হয়। আচমকা প্রেসার লো হলে মাথা ঘোরা, ক্লান্তি বোধ, অজ্ঞান হওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, চোখে ঝাপসা দেখা এবং শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হয়।

তাছাড়া হঠাৎ প্রেসার অতিরিক্ত কমে গেলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। এরকম অবস্থায় মানবদেহে অস্বাভাবিকতা দেখা দেয়। তাই প্রেসার কমে গেলে সঙ্গে সঙ্গে যা যা করতে হবে চলুন তা জেনে নেয়া যাক-

 সর্বপ্রথম প্রেসার মাপুন।

কিসমিস পানিতে ভেজান। দ্রুত সেই পানি পান করুন।

এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ মেশান। চটজলদি ওই লবণ-পানি পান করুন।

এক গ্লাস গাজরের জুসে সামান্য মধু মেশান। সকালে খালি পেটে তা একনাগাড়ে পান করুন।

অবস্থা বেগতিক হলে এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু মেশান। তৎক্ষণাৎ তা পান করুন।

হট চকলেটসহ যেকোনো ক্যাফেইনসমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়ায়। ফলে তা পান করার চেষ্টা করতে পারেন।

দিনে দুবার কফি পান ব্লাড প্রেসার বাড়ায়। সেটি পান করতে পারেন। এক্ষেত্রে তাতে দুধ ও চিনি ব্যবহার করা যাবে না।

রাতে কয়েকটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেটির খোসা ছাড়িয়ে এক গ্লাস দুধের সঙ্গে ব্লেন্ড করুন। পরে তা পান করুন।

সর্বোপরি, প্রেসার কম বা বেশি হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।