প্রযুক্তিগত অগ্রগতি এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব ডিজিটাল
উদ্ভাবনীর মাধ্যমে সমাজের সকল সেক্টরকে বদলে দিয়েছে। এ পরিবর্তনের সাথে সবাইকে খাপ খাইয়ে
চলতে হবে। প্রযুক্তিগত এ অগ্রগতি এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশের মানবিক
ও সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিতপ্রাণ।
ইতোমধ্যে মেট্রোরোল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ পর্যায়ে।
আরো অনেক মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে, যা বাংলাদেশের উন্নয়ন চিত্রকে বিশ্বের কাছে ঈর্ষণীয়
করে তুলেছে।
প্রতিমন্ত্রী করোনা মোকাবিলায় সরকারের সফলতার বিষয়ে আলোকপাত করে বলেন, সকলের
সহযোগিতায় এবারও আমরা করোনা মোকাবিলায় সফল হবো। ইতোমধ্যে প্রায় ১০ কোটি মানুষকে টিকা
প্রদান করা হয়েছে এবং বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ্
বাংলাদেশের বোর্ড অভ্ ট্রাস্টির চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর
ড. কারম্যান জেড লামাগ্না প্রমুখ।

#

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর