হাওর বার্তা ডেস্কঃ দিনের শেষে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তাই শীত নামার আগেই মাঠে বাঁধা ছাগল নিয়ে বাড়ি ফিরছিল মোস্তাফিজুর রহমান (১১) ও মোসাদ্দেকুল রহমান (৫) নামে আপন দুই ভাই। পথে শ্রমিকদের কাটা গাছের নিচে চাপা পড়ে তারা। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে দুই ভাইয়েরই মৃত্যু হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বার জয়হার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে জমির ধারে কয়েকজন শ্রমিক গাছ কাটছিল। এ সময় মোস্তাফিজুর ও মোসাদ্দেকুল মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে ওই গাছের নিচে আসলে হঠাৎ গাছের গোড়া উপড়ে তাদের ওপর পড়ে। ফলে চাপা পড়ে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মঙ্গলবার সন্ধ্যায় মোস্তাফিজুর মারা যায় এবং বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেকুলের মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গাছের নিচে চাপা পড়া দু’জনই মারা গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।