হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে পিঠা খেয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলার সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর গ্রামের ওবায়দুল হকের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমে কিশোরগঞ্জে অনেক এলাকায় কলাপিঠার আয়োজন করা হয়। এ আয়োজনে দাওয়াত দেওয়া হয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর গ্রামের ওবায়দুল হকের বাড়িতে কলাপিঠা বানানো হয়। ওই পিঠা খান পরিবারের লোকজনসহ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী। কলাপিঠা খেয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩৩ জনের পেটে সমস্যা দেখা দেয়। পরে তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে ইতিমধ্যে অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন।
করিমগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, পিঠা তৈরির কোনো উপকরণে হয়ত সমস্যা ছিল। যা খেয়ে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েন। তবে এরই মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।