হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগরে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হলেন শিব্বির আহমদ (৪২)। তিনি রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা দুই হাজার ৪৭৪ জন। ভোট দেন এক হাজার ৭২০ জন। এর মধ্যে কানিকিয়ারী গ্রামের বাসিন্দা শিব্বির আহমদ (বৈদ্যুতিক পাখা প্রতীক) পেয়েছেন ৩৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুবঝার গ্রামের ওমর আলী (টিউবওয়েল প্রতিক) পেয়েছেন ৩৭৪ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে শিব্বির আহমদকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
শিব্বির আহমদ বলেন, আমি হাওর পারের বাসিন্দা। দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকি। ইউনিয়ন পরিষদের সব বরাদ্দ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করবো।
রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, দুজন প্রার্থীর এক ভোটের ব্যবধান হওয়ায় আমরা কয়েকবার ভোট গণনা করেছি। শেষ পর্যন্ত বেসরকারিভাবে মাত্র এক ভোটের ব্যবধানে শিব্বির আহমদকে বিজয়ী ঘোষণা করি।