ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডিম আগে না মুরগি আগে? মিললো উত্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ১৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এ এক আজব প্রশ্ন। ডিম আগে না মুরগি আগে? বহু বছর আগে থেকেই মানুষের মুখে মুখে এ প্রশ্নটি প্রচলিত। প্রশ্নটি অনেকের কাছেই ফালতু মনে হয়। কিন্তু কখনো কি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন, যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না ভাবলে এই প্রশ্নটির সঠিক উত্তর মিলবে না। কারণ এই প্রশ্নটিকে আপনি যেভাবেই দেখেন না কেন এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন।

আসলে ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্ভব না, তেমনি মুরগি ছাড়া ডিমটি এলই বা কোথা থেকে?

সৃষ্টির শুরুতে এই ডিম বা মুরগি কোনোটিই আসলে ছিল না। সবার প্রকারের প্রানের উৎপত্তি আসলে সেই আদি কোষ (যে আদি কোষের উৎপত্তি হয় আদি জলজ ও উত্তপ্ত পরিবেশে এবং সেটি ছিল এককোষী) থেকেই হয়েছে। তবে আমাদের উদ্দেশ্য হলো মুরগির উৎপত্তি।

যাই হোক, মুরগি এক ধরনের পাখি। আর পাখিদের উৎপত্তি হয়েছিল আদি সরীসৃপদের থেকে। লক্ষ করে দেখবেন সরীসৃপরাও পাখিদের মতো ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয়। প্রথম মুরগীটির উৎপত্তিটি আসলে কোন মুরগির ডিম থেকে হয়েছিল না। কোনো সরীসৃপের ডিমে ঘটে যাওয়া আচমকা মিউটেশন বা হঠাৎ জিনগত রদবদলের ফলে সৃষ্টি হয়ছিল আদিম পাখিদের। আর সেই প্রগইতিহাসিক পাখিদের মধ্যে থেকে বারবার মিউটেশনের ফলে সৃষ্টি হয়েছে আজকের এই মুরগির।

প্রথমে যে মুরগি সৃষ্টি হয়েছিল সেই মুরগির সঙ্গে হয়তো আজকের এই মুরগির অনেক বেশি অমিল। যেহেতু মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগিটির উৎপত্তি হয়েছিল তার মানে ডিমটির আগে কোনো মুরগি ছিল না। তার মানে আমরা বলতে পারি মুরগির আগেই ডিম এসেছে। তাই ডিমই আগে আর মুরগি পরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ডিম আগে না মুরগি আগে? মিললো উত্তর

আপডেট টাইম : ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ এ এক আজব প্রশ্ন। ডিম আগে না মুরগি আগে? বহু বছর আগে থেকেই মানুষের মুখে মুখে এ প্রশ্নটি প্রচলিত। প্রশ্নটি অনেকের কাছেই ফালতু মনে হয়। কিন্তু কখনো কি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন, যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না ভাবলে এই প্রশ্নটির সঠিক উত্তর মিলবে না। কারণ এই প্রশ্নটিকে আপনি যেভাবেই দেখেন না কেন এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন।

আসলে ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্ভব না, তেমনি মুরগি ছাড়া ডিমটি এলই বা কোথা থেকে?

সৃষ্টির শুরুতে এই ডিম বা মুরগি কোনোটিই আসলে ছিল না। সবার প্রকারের প্রানের উৎপত্তি আসলে সেই আদি কোষ (যে আদি কোষের উৎপত্তি হয় আদি জলজ ও উত্তপ্ত পরিবেশে এবং সেটি ছিল এককোষী) থেকেই হয়েছে। তবে আমাদের উদ্দেশ্য হলো মুরগির উৎপত্তি।

যাই হোক, মুরগি এক ধরনের পাখি। আর পাখিদের উৎপত্তি হয়েছিল আদি সরীসৃপদের থেকে। লক্ষ করে দেখবেন সরীসৃপরাও পাখিদের মতো ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয়। প্রথম মুরগীটির উৎপত্তিটি আসলে কোন মুরগির ডিম থেকে হয়েছিল না। কোনো সরীসৃপের ডিমে ঘটে যাওয়া আচমকা মিউটেশন বা হঠাৎ জিনগত রদবদলের ফলে সৃষ্টি হয়ছিল আদিম পাখিদের। আর সেই প্রগইতিহাসিক পাখিদের মধ্যে থেকে বারবার মিউটেশনের ফলে সৃষ্টি হয়েছে আজকের এই মুরগির।

প্রথমে যে মুরগি সৃষ্টি হয়েছিল সেই মুরগির সঙ্গে হয়তো আজকের এই মুরগির অনেক বেশি অমিল। যেহেতু মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগিটির উৎপত্তি হয়েছিল তার মানে ডিমটির আগে কোনো মুরগি ছিল না। তার মানে আমরা বলতে পারি মুরগির আগেই ডিম এসেছে। তাই ডিমই আগে আর মুরগি পরে।