হাওর বার্তা ডেস্কঃ ইরান সীমান্তে অতর্কিতে হামলায় পাকিস্তানের এক সেনা নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
আইএসপিআরের বরাতে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তান-ইরান সীমান্তের বেলুচিস্তানের আবদোই সেক্টরে সন্ত্রাসীরা পাকিস্তানের একটি সেনা চৌকি লক্ষ্যে করে হামলা চালালে তাদের একজন সেনা শহীদ হন। নিহত সেনার নাম ল্যান্স নায়েক জাহের আহমেদ।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের শান্তি উন্নয়ন ও স্থিতিশীলতা বিঘ্নে সীমান্তে এ ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পাকিস্তান সেনাবাহিনী বদ্ধপরিকর।
এর আগে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় পাকিস্তানের দুই সেনা নিহত হয়।