উটপাখির কোষের মাস্কে করোনা শনাক্ত

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত কিনা তা জানতে হাসপাতাল-ক্লিনিকে দৌড়ানোর দিন শেষ হয়ে আসছে। জাপানের একদল বিজ্ঞানী উটপাখির কোষ থেকে এক প্রকার মাস্ক উদ্ভাবন করেছেন যা কিছুক্ষণ পরে থাকার পর পরীক্ষা করলেই জানা যাবে করোনা হয়েছে কিনা।

জাপানের কিয়োটো প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসুহিরো সুকামোতো নেতৃত্বে একদল গবেষক সম্প্রতি ফিল্টারযুক্ত এক প্রকার মাস্ক তৈরি করেছেন। ফিল্টারে তারা ব্যবহার করেছেন উটপাখির কোষ বা অ্যান্টিবডি। অধ্যাপক সুকামোতো জানান, প্রাণিকুলের মধ্যে উটপাখির দেহে করোনা প্রতিরোধী অ্যান্টিবডির উপস্থিতি সবচেয়ে বেশি। মাস্ক তৈরিতে এই বিষয়টিকেই কাজে লাগিয়েছেন তারা। সুকামোতো বলেন, মাস্কটি আট ঘণ্টা পরে থাকার পর ফিল্টারটি খুলে একটি বিশেষ রাসায়নিক গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। রয়টার্স।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর