হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কথিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।
এদিন আসামি মাদানীকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁর উপস্থিতিতে আদালত অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তাঁর গ্রামের বাড়ি থেকে আটক করে র্যাব। পরের দিন র্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে। রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের করা ওই মামলায় ৮ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।