আলোচিত-সমালোচিত সরকারদলীয় সাংসদ আব্দুর রহমান বদির মুখোশ খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।
তিনি বলেছেন, গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সরাসরি কথা বলার মাধ্যমে তিনি এমপি বদির সব অপকর্মের মুখোশ খুলে দেবেন।
বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমপি বদিকে এই চ্যালেঞ্জ ছোড়েন ইশতিয়াক আহমেদ জয়।
বদির উদ্দেশে স্ট্যাটাসে জয় লেখেন, “গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সময় দিন, আপনার মুখোশ খুলে দিবো।”
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সাংসদ বদিকে ছাত্রলীগের সব অনুষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণার পর গত ২৭ মার্চ বিজিবির হাতে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক হন। এতে এমপি বদির ষড়যন্ত্র রয়েছে দাবি করে আসছে ছাত্রলীগ।
কিন্তু নিজের বিরুদ্ধে ছাত্রলীগের আনা অভিযোগা ভিত্তিহীন দাবি করে এমপি বদি ছাত্রলীগের প্রতি চ্যালেঞ্জ করে বলেন, কেউ যদি ছাত্রলীগের বিরুদ্ধে তার ষড়যন্ত্রের প্রমাণ দিতে পারে তাহলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন।
এর পরই নিজের ফেসবুক পেজে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন এমপি বদির বিরুদ্ধে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইশতিয়াক আহমেদ জয় বলেন, “এমপি বদির যদি সাহস থাকে তাহলে গণমাধ্যমের সামনে মাত্র ২০ মিনিট সময় নিয়ে আমার (ইশতিয়াক) মুখোমুখি হবে।”