হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বাগদানের সুখবরের পর আবার নতুন একটি সুখবর দিলেন। নতুন একটি রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা। সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। মিমকে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
পরিচালক জুয়েল বলেন, ‘একেবারে নির্মল প্রেমের গল্প এটি। নায়িকা তো পেলাম, এবার নায়ক খুঁজছি। চাইছি, একজন কারেক্টর আর্টিস্টকে। পরিচিত মুখদের সঙ্গে যদি সিডিউল না মেলে তাহলে নতুন কাউকে নেবো। তবে এখানে নায়ক-নায়িকার চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বাচ্চাদের নিয়ে সিনেমা নেই। তাই প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ বাচ্চাদের নিয়ে নির্মাণ করেছি। দুটিই মৌলিক গল্পের সিনেমা। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’
উল্লেখ্য, আবু রায়হান জুয়েলের পরিচালনায় এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি পরিচালনা করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এতে জুটি হয়ে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। বর্তমানে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। ২০২২ সালের শুরুতেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে নতুন সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। আমার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান প্রার্থনা। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হতে চান তিনি। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে একসময় বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। এরপর কি ঘটে, তা জানতেই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
‘পথে হলো দেখা’ সিনেমাটি প্রযোজনা করছেন মাস্টার কমিউনিকেশন। আগামী বছর ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পাবনা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। শহর ছাড়াও বেশি কিছু দুর্গম এলাকাতেও হবে শুটিং। এরমধ্যে আছে বান্দরবানের থানচি।