ফিরিয়ে দাও

মনির হোসেনঃ

ফিরিয়ে দাও আমার শৈশব, বৃষ্টিস্নাত নদী
ফিরিয়ে দাও গায়ের আলপথ, কূজন নিরবদি।
ফিরিয়ে দাও ছোট্টবেলা, ভাবনাহীন ক্ষণ
সবাই মিলে বাবুর বাড়ি, ভেজায় ভাল মন।

ফিরিয়ে দাও সকালবেলা ঐ পুকুরের ঘাটে
খেলায় খেলায় সূর্যিমামা নামতো যখন পাঠে।
ফিরিয়ে দাও রত্মাদিদির ঐ আদরমাখা বোল্
পাপড়ি দিয়ে কী ফড়িং দিয়ে আনন্দে মশগুল।

ফিরিয়ে দাও বাগচি বাড়ি প্রজাপতির ডানা
সাত পৃথিবীর সকল খবর ছিল মোদের জানা।
ফিরিয়ে দাও খেলার সময় লাল পুতুলের বিয়ে
তারা এখন কোথায় গেল ছিলাম যাদের নিয়ে?

ফিরিয়ে দাও খেলার সাথী আর অনসূয়া মন
সবাই ছিলাম সবার সাথে অতি আপনজন।
ফিরিয়ে দাও ঐ হাসিটা যেটা লাল শাপলার মত
দিনে খুঁজি রাতে খুঁজি আজ সব হয়েছে গত।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর