হাওর বার্তা ডেস্কঃ বলিউডের লিজেন্ডারি অভিনেত্রী জয়া বচ্চন। ক্যারিয়ারজুড়ে বৈচিত্রময় চরিত্রে তিনি কাজ করেছেন। নায়িকা জয়া প্রেমিকা-স্ত্রী চরিত্রে যেমন মন মাতিয়েছেন তেমনি অভিনেত্রী জয়া বচ্চন স্নেহময়ী মায়ের ভূমিকাতেও বাজিমাত করেছেন।
তবে কখনোই তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবার সেটাই হয়েছে। এই প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করলেন তিনি। করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় তাকে মন্দ চরিত্রেই দেখবেন দর্শক।
ছবিতে জয়া অভিনয় করবেন রণবীর সিংয়ের দাদির ভূমিকায়।
ছবিটির ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, জয়া তার পুরো ক্যারিয়ারে কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করেননি। সামান্যতম মন্দ চরিত্রও নয়। যখন তাকে নেতিবাচক চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল তখন অবাক হয়েছিলেন। তার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘আমি কেন?’
জয়াকে চরিত্রে রাজি রাজি করাতে করণকে সত্যিই কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তবে চরিত্রটিতে নাকি দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।
মজার বিষয় হল জয়ার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও তার পরবর্তী ছবি মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভানে’- তে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন।