হাওর বার্তা ডেস্কঃ হিরো আলমের গলায় এবার আর গান নয় ঝুলছে তালা। শুনতে কিছুটা অবাক হলেও তাই সত্য। সময়ের আলোচিত আর সমালোচিত হিরো আলমের গলায় তালা ঝুলছে।
তবে হিরো আলমের গলায় সেই তালা নির্বাচনের। তিনি মুন্সিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজার, বাড়ি, রাস্তাঘাটে ঘুরে ভোটাদের কাছে সদস্য প্রার্থী শাহিন ইসলামের পক্ষে তালা মার্কায় ভোট চান তিনি।
এ সময় হিরো আলম গলায় তালা মার্কার বেজ ঝুলিয়ে ও হাতে লিফলেট নিয়ে তালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। হিরো আলমকে দেখতে ও তার সঙ্গে ছবি তুলতে রাস্তার দুইপাশে ভিড় জমায় উৎসুক জনতা।
এর আগে ওই ইউনিয়নের মানুষ ইউটিউব, ফেসবুক ও টিভি পর্দায় তাকে দেখে থাকলেও এবার নির্বাচনী প্রচারণার মাঠে দেখল হিরো আলমকে।
হিরো আলম বলেন, এখন পর্যন্ত এ অঞ্চলে নির্বাচনী প্রচোরণায় ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি। ভোটের দিন পর্যন্ত যাতে সুষ্ঠু থাকে এই প্রত্যাশা সবার কাছে করব। আমাদের দেশ অনেক উন্নত হয়েছে। আরও উন্নত হবে। সরকার দিন দিন আরও ভালো কাজ করছে।