হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা করোনাকালেও গানসহ নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কখনো গান, কখনো অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার কাজে ব্যস্ত থাকেন এই সংগীত শিল্পী।
এসব কাজের পাশাপাশি সম্প্রতি তিনি ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি এলাকায় একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠা করেছেন। যেটি সম্প্রতি উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকেই পার্কটির প্রতি বিনোদন পিয়াসীরা ভিড় করছেন। তবে শুধু পার্কেই সীমাবদ্ধ থাকছে না এটি। পর্যায়ক্রমে এটিতে নতুন নতুন রাইড যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন সালমা।
এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকটা হঠাৎ করেই এ কাজটি শুরু করেছিলাম। শুরুতে পরিকল্পনা ছোট থাকলেও এখন সেটি বৃহতের দিকেই যাচ্ছে। তবে ধীরে ধীরেই এটির কলেবর বৃদ্ধি করতে চাই। এদিকে সব সময়ের মতোই গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। পর্যায়ক্রমে গানগুলো প্রকাশও হচ্ছে।