সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দিয়েছে আদালত।
রোববার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবউল্লাহ আসামির আবেদনের শুনানি নিয়ে ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী মঞ্জুর উদ্দিন শাহিন জানান, আদালত আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দিয়েছেন। জামিন আদেশে আদালত বলেছেন, আরিফুল হক চোধুরী যেদিন জেল থেকে বের হবেন সেদিন থেকে তার জামিন আদেশ কার্যকর হবে।
এই মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন আরিফুল হক চৌধুরী। এর থেকে তিনি কারাগারে আছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভা শেষে সভাস্থল থেকে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। কিবরিয়া ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী এবং হত্যাকাণ্ডের সময় এমপি ছিলেন।
এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলায় ৩২ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। কিবরিয়া হত্যা মামলাটির বিচারকাজ বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থগিত রয়েছে।