হাওর বার্তা ডেস্কঃ উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ১০০ জন কর্মকর্তাকে ৪র্থ গ্রেড বেতনক্রমে উপ-পরিচালক/ সমমান পদে পদোন্নতি প্রদান করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের এই তালিকায় রয়েছেন ডা. মো. মুজিবুর রহমান।
রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব (পার-২) জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়েছে।
উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বিষ্ণুপুর গ্রামের গর্বিত সন্তান।
পরবর্তিতে ডা. মো. মুজিবুর রহমান ২০১৬ সালের ২৪ আগস্ট কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।
বিসিএস (স্বাস্থ্য) ২০তম ব্যাচের ডা. মো. মুজিবুর রহমান তিন বছরেরও বেশি সময় ডেপুটি সিভিল সার্জন হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।
সেখানে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনের তিন মাস পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সিভিল সার্জন হিসেবে যোগদানের পর পরই কোভিড-১৯ পরিস্থিতিতে জেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের গুরুদায়িত্ব তাঁকে গ্রহণ করতে হয়। করোনাযুদ্ধে তাঁর কুশলী ও দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। রাতদিন করোনা রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে কিশোরগঞ্জের সব মানুষের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।
এছাড়া একজন মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তিনি জেলাজুড়ে সুনাম কুড়িয়েছেন।
এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক ডা. মো. মুজিবুর রহমান। তাঁর স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী কনসালট্যান্ট।