হাওর বার্তা ডেস্কঃ গোলে পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিনসন কাভানি ও মার্কাস র্যাশফোর্ডও গোল করলেন। এতে টটেনহাম হটস্পারের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উলে গুনার সুলশারের দল।
শনিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগে জেতার পর ১৭ পয়েন্ট নিয়ে রোনাল্ডোর ম্যানইউ উঠে এলো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।
খেলার ৩৯ মিনিটে গোল পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে শেষ হয় প্রথমার্ধ। যদিও কোনো গোল হয়নি আর। এরপর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এদিনসন কাভানি। ম্যাচের একেবারে শেষের দিকে ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্কাস র্যাশফোর্ড।
এদিন ম্যানইউ গোলের উদ্দেশে শট নেয় ১০টি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে টটেনহাম গোলের উদ্দেশে শট নেয় ৯টি। যার কোনোটিই ছিল না লক্ষ্যে।
এ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছে আর্সেনাল। অপরদিকে টটেনহামের পয়েন্ট ১৫। দলটি আছে ৮ নম্বরে।
২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল ও ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে সিটি। ১৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে চার নম্বরে।