হাওর বার্তা ডেস্কঃ পরিচালক আতলি কুমারের ‘লায়ন’ ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে কাজ করার কথা ছিল দক্ষিণী অভিনেত্রী নয়নতারার। কিন্তু প্রথমবারের মতো কিং খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েও নয়নতারা এই ছবির কাজ করতে পারছেন না বলে জানা গেছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মাদক কাণ্ডে ছেলে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকেই সব কাজ স্থগিত রেখেছেন শাহরুখ। আপাতত ছবির বাকি শিল্পীদের নিয়ে শ্যুট হয়েছে। কিন্তু বেঁকে বসেছেন ছবির নায়িকা
জানা যায়, এই ছবির জন্য অক্টোবর এবং নভেম্বর মাসের নির্দিষ্ট কয়েকটি দিন তুলে রেখেছিলেন নয়নতারা। কিন্তু শাহরুখ কাজের দিন পিছিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন তিনি। তাই বাধ্য হয়েই নাকি এই ছবির কাজ বাতিল করছেন নায়িকা।
এদিকে নয়নতারার পরিবর্তে ‘লায়ন’ ছবিতে সামান্থা প্রভুকে নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। এ বিষয়ে এখনও যদিও মুখ খোলেননি সামান্থা বা ছবির পরিচালক। পুরো বিষয়টাই এখন পর্যন্ত জল্পনার স্তরে রয়েছে।