হাওর বার্তা ডেস্কঃ আমার পারিবারিক জীবন নরক হয়ে উঠেছে। এসব আমি আর সহ্য করতে পারছি না। আমাকে জেলে থাকার অনুমতি দেয়া হোক।’ স্থানীয় প্রশাসনকে এমন আকুতি করেন এক স্বামী।
জানাযায়, ‘বিশ্রী’ জীবন থেকে মুক্তি পেতে শ্রীঘরে যুবক। স্ত্রীর ‘অত্যাচার’ থেকে বাঁচার জন্য অতিষ্ঠ স্বামী যেতে চাইলেন জেলে। ঘটনাটি ইতালির। তার প্রার্থনা মঞ্জুর করেছে স্থানীয় প্রশাসন।
তবে ব্যাপারটা আর পাঁচটা সাধারণ ব্যক্তির থেকে কিছুটা আলাদা। মাদক চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে আলবেনিয়ার নাগরিক ৩০ বছরের এক যুবককে গৃহবন্দি থাকার সাজা দেয়া হয় মাস কয়েক আগে।
কিন্তু স্থানীয় পুলিশের কাছে গিয়ে তিনি আবেদন জানান, ‘আমাকে পরিবারের অত্যাচার থেকে বাঁচাতে জেলে রাখা হোক।’ কারণ পারিবারিক জীবন তার কাছে ক্রমশ দুর্বিসহ হয়ে উঠেছে। সূত্র : বর্তমান