হাওর বার্তা ডেস্কঃ শীতকাল আসি আসি করলেও এখনো গরমের তীব্রতা কমেনি। কারো বেশি ঘাম হয়, কারো আবার কম। অনেককে শীতকালেও ঘামতে দেখা যায়। এ বিষয়ে বেশিরভাগ মানুষ তেমন একটা সচেতন থাকেন না। অতিরিক্ত ঘাম যে শরীরে বিপদ ডেকে আনতে পারে সে বিষয়ে অনেকেই জানে না। চলুন জেনে নেওয়া যাক।
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে শরীরের ভিতরের কোনও দুর্বলতা। এজন্য প্রচণ্ড বেশি ঘাম হলে সতর্ক হওয়া জরুরি।
অনেকেরই থাইরয়েডের সমস্যা থাকলে অতিরিক্ত ঘাম হতে পারে। থাইরয়েড বাড়লে অল্পেই মাথা এবং মুখ চুপচুপে ভিজে যায়।
উদ্বেগের সমস্যা থাকলেও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। সাধারণ কোনও কাজের সময়েও হাত-পা ঘামতে থাকে। মাথাও ভিজে যায়।
ক্যানসার রোগীদেরও ঘাম হওয়ার প্রবণতা বাড়ে। ফলে অতিরিক্ত ঘাম হলে এখনই সতর্ক হন।
ঘামের সমস্যা হতে পারে হৃদ্রোগের ক্ষেত্রেও। তাই ঘাম বেশি হলে শুরুতেই সতর্ক হওয়া প্রয়োজন।
সময়মত চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি।