হাওর বার্তা ডেস্কঃ পূজা মণ্ডপে বিশৃঙ্খলাকারীদের খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেই সঙ্গে যারা এই ধরণের ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার পরিকল্পনা করছেন তাদেরকেও খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্দেশ্যমূলক ভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় এই ধরনের সহিংসতার ঘটনা ঘটিয়েছেন।
এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের উস্কানিতে কেউ পা দিবেন না। কুমিল্লায় ঘটনায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।
প্রতিটি পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, যেসব পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা নেই দ্রুত সময়ের মধ্যে সে সব মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা উচিত।