হাওর বার্তা ডেস্কঃ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপি এবং ১০ পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। একইদিন ১০ পৌরসভার ভোট হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলেন তৃতীয়ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব খোন্দকার হুমায়ুন কবির।
ইসি সচিব জানান, এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট ২৮ নভেম্বর।