গণতন্ত্রের চর্চায় পাঠ নিচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরাও। ভবিষ্যত নেতৃত্বে যোগ্যতা অর্জনে প্রাথমিক পাঠটি বিদ্যালয় থেকেই যে শুরু করতে হয় তা তারা দিব্যি বুঝে গেছে।
সোমবার বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দেয় শিক্ষার্থীরা। দীর্ঘ লাইন দিয়ে শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে অভিভাবক ও শিক্ষকরা সর্বাত্মক সহযোগিতা করছেন।