সবজি হিসেবে লাউ অনেকেরই প্রিয়। তবে এর কিছু চমৎকার সৌন্দর্যবিষয়ক উপাদানও রয়েছে। নিয়মিত লাউয়ের শরবত বা জুস পান আপনার ত্বক, চুল থেকে শুরু করে সার্বিক সৌন্দর্য বাড়াবে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করবে।
সকালের মন্ত্র: প্রতিদিন সকালে এক গ্লাস লাউয়ের জুস পান করুন। এটি আপনার ত্বকের সুস্থতা নিশ্চিত করবে এবং উজ্জ্বলতা বাড়াবে। তাছাড়া, এটি আপনার অভ্যন্তরীণ স্বাস্থ্যের উন্নয়ন ঘটিয়ে মুখের ব্রণ, ফুসকুড়ি দূর করবে। অকাল বার্ধক্য রোধ করতে চাইলে সকালে লাউয়ের জুস পান অভ্যাসে পরিণত করুন।
চূল পাকা প্রতিরোধ: সকালে ঘুম থেকে জেগেই যদি লাউয়ের জুস পান করতে পারেন তাহলে মাথায় টাক সমস্যা এবং অকালে চুল পাকা প্রতিরোধ সম্ভব। তাছাড়া, লাউয়ের জুস চুলের প্রাকৃতিক রঙ পরিবর্তন এবং কুঁকড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে।
ত্বক পরিষ্কার: লাউয়ের জুস আমাদের শরীরের ভেতর থেকে পরিষ্কার করে। এটি আমাদের ত্বকে তেলের ভারসাম্য রক্ষা করে এবং ব্রণ দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া, এটি আমাদের রক্ত বিশুদ্ধ করে এবং ত্বকের মসৃণতা, ভারসাম্য রক্ষা করে।