হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চাপের মধ্যে আছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
২২ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, এ সমস্যা
নিরসনে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিয়েছি। আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে তবে আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই নিষেধাজ্ঞা উঠে যাবে।
আজ থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন।
রাশেদ খান মেনন বলেন, আমাদের এয়ারলাইন্সগুলো বারবার হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধির কথা বলেছে। বেবিচকের নতুন চেয়ারম্যানের কাছে অনুরোধ থাকবে যাতে হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধি করা হয়। আমি দায়িত্ব পাওয়ার পরপরই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের বিষয়ে জোর দিয়েছি।