হাওর বার্তা ডেস্কঃ রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন দাবি করেছেন, চলন্ত ট্রেনে যারা পাথর নিক্ষেপ করে তাদের অধিকাংশই পাগল, ভবঘুরে, টোকাই কিংবা ছোট বাচ্চা। ইতোমধ্যে বিষয়টি উদঘাটন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে সাজার আওতায় আনা যায়নি।
রবিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর রেল ভবনে ‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেলওয়ে গৃহীত ব্যবস্থা ও মিডিয়ার ভূমিকা’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রেলমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ১১০টি। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩টি এবং আহত হয়েছেন ২৯ জন।
মন্ত্রী বলেন, পাথর নিক্ষেপ রোধে বেশ কিছু কর্মসূচি নিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যেই পূর্বাঞ্চলের চারটি জেলার চট্টগ্রাম ফেনী ও নরসিংদী এবং পশ্চিমাঞ্চলের ১০টি জেলার ১৫টি এলাকায় বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তাই ওসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া পাথর নিক্ষেপের ঘটনায় হতাহত ঠেকাতে কোচের জানালায় নেট লাগানো কথাও ভাবছে রেলওয়ে।