হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিয়ের ৫ মাস পর নিজ ঘরে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক প্রমিতা আক্তার সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার মাঝেরটেক গ্রামের হোসেন আলীর মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের নাজমুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থেকে স্থানীয় এএ ইয়াং মিলস লি. কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের মা আমেনা খাতুন বলেন, অফিস থেকে বাসায় ফিরে ঘরে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। পরবর্তীতে বটি দা নিয়ে ওড়না কেটে তাকে নিচে নামায়। একটু পরেই মেয়ে মারা যায়।
তিনি আরও জানান, গ্রামের বাড়িতে গত ৫ মাস আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে বনিবনা হতো না তার। এজন্য গত একমাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।