হাওর বার্তা ডেস্কঃ পরীমণির রিমান্ড মঞ্জুরকারী দুই ম্যাজিস্ট্রেটের কাছে আবারও ব্যাখা তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তদন্ত কর্মকতাকেও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, দুজনই অল্পবয়সী অফিসার। যথাযথ প্রশিক্ষণের অভাবে তারা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। তারা এজন্য ক্ষমা প্রার্থনা করেছে।
এ পর্যায়ে আদালত বলেন, তাহলে তারা আবারও ব্যাখ্যা দিক। সে জন্য ২৪ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করা হলো।
এর আগে দুই ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আতিকুল ইসলামের ব্যাখ্যা গ্রহণ না করে হাইকোর্ট বলেন, তারা উচ্চ আদালতকে শেখাতে চায়। রিমান্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও মানতে চায় না।