হাওর বার্তা ডেস্কঃ জার্মানির গ্রিন পার্টির দুই রাজনীতিক প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে পার্লামেন্ট নির্বাচনে জিতে ইতিহাস গড়েছেন। রাজনীতিক টেসা গানজেরা ও নাইকি স্লাভিকের আগে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ আর কখনো কোনো ট্রান্সজেন্ডার সদস্য পায়নি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবারের (২৬ সেপ্টেম্বর) নির্বাচনে ফলের ভিত্তিতে তাদের দল গ্রিন পার্টি জার্মানির তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৭ সালের নির্বাচনে দলটির প্রাপ্ত ভোট ৮ দশমিক ৯ শতাংশ ছিল। এবার সেটি বেড়ে ১৪ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ত্রিমুখী একটি জোট সরকার গড়ার ক্ষেত্রে এ দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
৪৪ বছর বয়সি গানজেরা বলেন, ‘গ্রিন পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়। একই সঙ্গে এটি ট্রান্সজেন্ডারদের সঙ্গে হওয়া বৈষম্য থেকে মুক্তির আন্দোলন এবং সমকামী, ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়ালদের সমগ্র সম্প্রদায়ের জন্য বিজয়।’ এ নির্বাচনের ফলকে একটি মুক্ত ও সহনশীল সমাজের প্রতীক হিসেবেও দেখছেন তিনি।