হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের টিকাসহ নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে লালমাটিয়ার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।
জানা গেছে, করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে – সাম্প্রতিক সময়ে এমন বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম।