হাওর বার্তা ডেস্কঃ মানব দানব’ চলচ্চিত্রে মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধার কথা ছিল কলকাতার নায়ক বনি সেনগুপ্ত ও বাংলাদেশের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। শাপলা মিডিয়ার প্রযোজনায় ও বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় ছবিটির কাজ শিগগিরই শুরু হবার কথা।
কিন্তু তার আগেই নায়িকা নিয়ে বাঁধলো বিপত্তি। নির্দিষ্ট শর্ত না মানার কারণে নায়িকা হিসেবে দীঘিকে বাদ দেয়া হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে জানিয়েছেন, বনির নায়িকা দীঘি নন, শালুক নামে এক নবাগতাকে চূড়ান্ত করা হয়েছে।
আরও সেলিম খান বলেন, ‘দীঘিকে প্রথম শর্ত দেওয়া হয় ব্যাক টু ব্যাক শাপলা মিডিয়ার পাঁচটি কাজ করতে হবে। দ্বিতীয় শর্ত দেওয়া হয়, ফেসবুকে বেশি বেশি টিকটক ভিডিও বা ছবি শেয়ার করতে পারবে না। তৃতীয় শর্ত ছিল, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে।
কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। যা পেছানো সম্ভব না। এই সব শর্ত না মেলায় দীঘিকে সিনেমাটিতে নেওয়া হচ্ছে না। আমাদের বিকল্প নাম খুঁজতে হয়েছে।’
এই বিষয়ে দিঘির সঙ্গে জাগো নিউজ কয়েক বার মুঠোফোনে যোগাযোগে চেষ্টা করলে তিনি কল রিসিভ করনেনি।