উন্মুক্ত হলো আইওএস ১৫

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং অ্যাপল টিভির জন্য আইওএস ১৫, আইপ্যাডওএস ১৫, ওয়াচওএস ১৫ এবং টিভিওএস ১৫ উন্মুক্ত করেছে। এখন থেকে  ধারাবাহিকভাবে সমর্থিত ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেমটির আপডেট দেখতে পাবেন। নতুন অপারেটিং সিস্টেমে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম ফেসটাইম এবং মেসেজের আপডেট। আইফোন এবং আইপ্যাড উভয়ের জন্যই ফেসটাইম এবং মেসেজে সেবা আপগ্রেড করা হয়েছে। নতুন আপডেটে ফেসটাইম স্প্যাচিয়াল অডিও সমর্থন করে এবং ব্যাকগ্রাউন্ড শব্দকে হ্রাস করে দেয়। এ ছাড়া ওয়েব এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্যের সঙ্গে ফেসটাইমে কল করা যায় সেজন্য শেয়ারযোগ্য লিংকের ব্যবস্থা রয়েছে। অ্যাপল পণ্য ব্যবহারকারী যাতে সেটি ব্যবহারের সময় সহজেই পরিবার ও বন্ধুদের সঙ্গে আপডেটেড থাকতে পারেন সেজন্য নিউজ, মিউজিক, টিভি এবং পডকাস্টে ডেডিকেটেড ট্যাব যুক্ত করেছে। যুক্ত হয়েছে লাইভ টেক্সট ফাংশন, যার মাধ্যমে গুগল লেন্সের মতোই ছবি, স্ক্রিনশর্ট ও আশপাশের বিভিন্ন স্থান থেকে টেক্সট শনাক্ত করা যাবে।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর