হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি একথা করেন।
শামীম ওসমান বলেন, স্বাধীনতাবিরোধীরা আওয়ামী লীগ ধ্বংসের পাঁয়তারা করছে। তিনি বলেন, সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষা। শকুন আকাশে উড়ছে। এ শকুন স্বাধীনতাবিরোধীরা। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, আজ থেকে সোনারগাঁওয়ে আওয়ামী লীগ হবে এক পরিবারের। যেখান থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। সারা বাংলাদেশের যেকোনো স্থানে ত্যাগী নেতা-কর্মীরা যখন মূল্যায়িত হয়। তখন সবাই খুশি হন। ত্যাগী নেতা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে মূল্যায়ন করায় সকলের পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিউর রহমানের কাছে সোমবার সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ দীপক বনিক, এ এইচ এম মাসুদ দুলাল প্রমুখ।