হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওয়ারীর রাজধানী সুপার মার্কেট মসজিদের কাছে হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন, মাসুদ মিয়া (৩০) ও নাসির হোসেন (৩৮)।
এসআই মিজানুর রহমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে প্রথমে আমরা খবর পাই। ফ্লাইওভার সংশ্লিষ্ট একজন ৯৯৯-এ ফোন করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।