হাওর বার্তা ডেস্কঃ ইরানের আলি দাইয়ের রেকর্ড ভেঙে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার রাতে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল। শেষ ৭ মিনিটে জোড়া গোল করে দলকে জেতান রোনালদো। একইসঙ্গে গড়ে ফেলেন বিশ্বরেকর্ড। সিআরসেভেনের গোলসংখ্যা এখন ১১১টি। আর এই কীর্তিই তাকে জায়গা করে দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে গিনেস বুক কর্তৃপক্ষের সনদ হাতে ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ। রেকর্ড ভাঙার কারণে স্বীকৃতি পেলে সবসময় ভালো লাগে। এবার সংখ্যাগুলোকে আরও উপরে তোলার চেষ্টা করা যাক!’
সম্প্রতি জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদো দেশ ও ক্লাবের হয়ে সমান তালে গোল করে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে এবার নিজের পুরনো ঠিকানা ম্যানইউতে ফিরেছেন সিআরসেভেন। এর আগে ক্লাবটির হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ব্যালন ডি’অর পুরস্কারও। এই ক্লাবে থেকেই রোনালদো হয়ে উঠেছিলেন বিখ্যাত ‘সিআরসেভেন’