হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেন এভারতন রিবেইরো।
চিলির মাঠে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক আক্রমণে যায় সেলেকাওরা। ২৮তম মিনিটে সহজ একটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন নেইমার। ফাঁকায় আক্রমনে গিয়ে সামনে কেবল গোলরক্ষক থাকলেও তাকে পরাস্ত করতে পারেননি পিএসজির এ ফরোয়ার্ড। এরপর চিলি কয়েকটি আক্রমণে গেলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।
বিরতির পর খেলতে নেমে প্রধমার্ধের মতোই খেলতে শুরু করে দু’দল। কেবল আক্রমণ আর পাল্টা-আক্রমণ। এর মধ্যেই ৬৪তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যান রিবেইরো। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা কয়েকবার সুযোগ পেলেও দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ওয়েভারতন। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।
বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচে টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। একই দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারানো আর্জেন্টিনা ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।