হাওর বার্তা ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিকে সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ না করে রিমান্ডে নেওয়ার ঘটনায় বিচারিক আদালতের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার নথি (কেসডকেটসহ) তলব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
ওই মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে কী উপাদন ছিলো সেই বিষয়ে দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যা চেয়েছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাকে কেসডকেটসহ আদালতে হাজির থাকতে বলা হয়েছে।