হাওর বার্তা ডেস্কঃ অস্ত্রধারীরা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের স্কুল থেকে ৭৩ শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বুধবার এক বিবৃতিতে নাইজেরিয়ার পুলিশ এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
দেশটির জামফারা রাজ্যের পুলিশের মুখপাত্র মুহাম্মদ শেহু জানান, বুধবার সকালে প্রত্যন্ত একটি গ্রামের স্কুল থেকে ৭৩ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা।
মুহাম্মদ শেহু বলেন, পুলিশের টিম সেনাবাহিনীর সঙ্গে ওই শিক্ষার্থীদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারাসহ বিভিন্ন রাজ্যসরকার গণ-অপহরণ এবং অন্যান্য সহিংস অপরাধ বন্ধের প্রয়াসে বাসিন্দাদের ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করার পর এ অপহরণের ঘটনা ঘটল।
গত ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হাজারেরও বেশি শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে।
অপহরণের পর শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে বড় অঙ্কের অর্থ নিয়ে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। আবার অপহরণের পর অনেক শিক্ষার্থী মারা গেছেন বা হত্যা করা হয়েছে।