হাওর বার্তা ডেস্কঃ সাপের বিষে যে জটিল রোগের চিকিৎসা সম্ভব, তা ইতোমধ্যে পরীক্ষিত ও প্রমাণিত বলে দাবি করেছে ব্রাজিল।
ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক করোনা চিকিৎসায় সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। খবর রয়টার্সের।
তারা পরীক্ষা করে দেখেছেন, সাপের বিষে থাকা বিশেষ একটি উপাদান প্রাণিকোষে করোনার সংক্রমণ থামাতে পেরেছে।
গবেষকরা অবশ্য এই পরীক্ষা করেছিলেন ব্রাজিলের এক বিশেষ প্রজাতির সাপের বিষ নিয়ে। বাঁদরের কোষে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল বিষের ওই উপাদান।
পরীক্ষায় দেখা গেছে, এই প্রয়োগে প্রাণিকোষে করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটাই কমেছে।
সাধারণত প্রাণিকোষে প্রবেশের পর নিজের সংখ্যাবৃদ্ধি করেই সংক্রমণ ছড়ায় করোনাভাইরাস। সংখ্যাবৃদ্ধির সেই হার ৭৫ শতাংশ কমিয়ে এনেছে সাপের বিষে থাকা ওই উপাদান।
ব্রাজিলের ওই সাপের নাম জারারাকুস্সু পিট ভাইপার। প্রকৃতিগতভাবে মারাত্মক বিষধর। তারই বিষের একটি অণু-উপাদান করোনাভাইরাসের গুরুত্বপূর্ণ এক স্পাইক প্রোটিনকে অকেজো করতে পারছে বলে দাবি সাও পাওলোর গবেষকদের।