ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৮০ বছর পর জন্ম নিল যমজ হাতি শাবক!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ১৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯৪১ সালে শ্রীলঙ্কায় সংরক্ষিত পরিবেশে জন্ম নিয়েছিল যমজ হাতি শাবক। ৮০ বছর পর ফের যজম হাতির জন্ম নিয়েছে দেশটিতে। সংরক্ষিত পরিবেশে  যমজ হাতির শাবক জন্মকে বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্বেই হাতির যমজ শাবক প্রসবের ঘটনা বেশি নেই বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ২৫ বছর বয়সী একটি হাতি ওই শাবক দুটির জন্ম দেয় বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মা ও বাচ্চারা ভালো আছে বলে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের প্রধান রেণুকা বন্দরনায়েকে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

বাচ্চাগুলো আকারে একটু ছোট হলেও একদম সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।

সুরঙ্গী নামের ওই হাতিটি এর আগে ২০০৯ সালে একটি শাবকের জন্ম দিয়েছিল।  এই নিয়ে দ্বিতীয়বার প্রসব করল সুরঙ্গী। শাবকগুলোর বাবা ১৭ বছর বয়সী পান্ডুও ওই এলিফ্যান্ট অরফানেজের সদস্য। ওই এলিফ্যান্ট অরফানেজে বর্তমানে ৮১টি হাতি রয়েছে। ঝুঁকিতে থাকা বন্য হাতিদের জন্য ১৯৭৫ সালে ওই এলিফ্যান্ট অরফানেজ প্রতিষ্ঠা করা হয়।

দর্শনার্থীদেরও ওই এলিফ্যান্ট অরফানেজে প্রবেশের অনুমতি থাকলেও করোনার কারণে তা বন্ধ রয়েছে।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

৮০ বছর পর জন্ম নিল যমজ হাতি শাবক!

আপডেট টাইম : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ ১৯৪১ সালে শ্রীলঙ্কায় সংরক্ষিত পরিবেশে জন্ম নিয়েছিল যমজ হাতি শাবক। ৮০ বছর পর ফের যজম হাতির জন্ম নিয়েছে দেশটিতে। সংরক্ষিত পরিবেশে  যমজ হাতির শাবক জন্মকে বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্বেই হাতির যমজ শাবক প্রসবের ঘটনা বেশি নেই বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ২৫ বছর বয়সী একটি হাতি ওই শাবক দুটির জন্ম দেয় বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মা ও বাচ্চারা ভালো আছে বলে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের প্রধান রেণুকা বন্দরনায়েকে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

বাচ্চাগুলো আকারে একটু ছোট হলেও একদম সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।

সুরঙ্গী নামের ওই হাতিটি এর আগে ২০০৯ সালে একটি শাবকের জন্ম দিয়েছিল।  এই নিয়ে দ্বিতীয়বার প্রসব করল সুরঙ্গী। শাবকগুলোর বাবা ১৭ বছর বয়সী পান্ডুও ওই এলিফ্যান্ট অরফানেজের সদস্য। ওই এলিফ্যান্ট অরফানেজে বর্তমানে ৮১টি হাতি রয়েছে। ঝুঁকিতে থাকা বন্য হাতিদের জন্য ১৯৭৫ সালে ওই এলিফ্যান্ট অরফানেজ প্রতিষ্ঠা করা হয়।

দর্শনার্থীদেরও ওই এলিফ্যান্ট অরফানেজে প্রবেশের অনুমতি থাকলেও করোনার কারণে তা বন্ধ রয়েছে।