১৭ মার্চ জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে সারা দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ সেবা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দিন সব হাসপাতালে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিশেষজ্ঞ চিকিত্সকরা বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখবেন।পাশাপাশি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সকল মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকাল ৮টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন। সরকারি সব হাসপাতালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। সকালে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘শিশু স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও মন্ত্রী এদিন দিবসের বিশেষ কর্মসূচি পরিদর্শন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পরিদর্শন করবেন।