হাওর বার্তা ডেস্কঃ স্কুল খোলার সব প্রস্তুতি নেয়া আছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, পরিস্থিতির আরেকটু উন্নতি হলেই সব স্কুল খুলে দেওয়া হবে।
মঙ্গলবার সচিবলায়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, সমাপনী পরীক্ষা সশরীরে হবে নাকি মূল্যায়ন ভিত্তিক হবে, তা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, স্কুল খুললেও একই দিনে সব শ্রেণির ক্লাস হবে না। এরই মধ্যে ৮৫ ভাগ শিক্ষকদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকিদেরও দ্রুত শেষ করা হবে।